
জাতিসংঘের সাধারণ অধিবেশনে থাকছে ফিলিস্তিন
জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো আনুষ্ঠানিক আসনে বসছে ফিলিস্তিন। জাতিসংঘের ফিলিস্তিন মিশন এক্স এ দেওয়া এক পোস্টে জানায়, ‘প্রথমবারের মতো ফিলিস্তিন রাষ্ট্রের চেয়ার দেখা যাবে সাধারণ অধিবেশনে। শ্রীলঙ্কা ও সুদানের মাঝে থাকবে এই চেয়ার।’
জাতিসংঘের সনদ অনুযায়ী ফিলিস্তিন এই সুযোগ পাচ্ছে। আন্তর্জাতিক সংস্থাটিতে তাদের পূর্ণ সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ মনে করা হচ্ছে।
এর আগে চলতি বছর মে মাসে জাতিসংঘে সদস্যদের পদের জন্য পুনর্বিবেচনার আহ্বান জানায় ফিলিস্তিন। এসময় তারা অন্যান্য অধিকার নিয়েও কথা বলে। ১৪৩ সদষ্যের ভোটে সেই প্রস্তাব পাস হয়।
২০১১ সালে প্রথম পূর্ণ সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল ফিলিস্তিনি। তবে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটোতে তা বাতিল হয়ে যায়। ২০১২ সালে স্থানীয় পর্যবেক্ষক সদস্য পদ পায় দেশটি।