
কলকাতার বাজারে যত টাকায় বিক্রি হচ্ছে ইলিশ
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, আজ শুক্রবার সকাল থেকে কলকাতা, হাওড়াসহ বিভিন্ন বাজারে বাংলাদেশি ইলিশ বিক্রি করতে দেখা গেছে। । ৮০০-১২০০ গ্রাম ওজনের প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০০-১৬০০ রুপিতে। বাংলাদেশি মুদ্রায় যা ১৭০০-২৩০০ টাকা।
গতকাল বৃহস্পতিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ১৮ টন অর্থাৎ ১৮ হাজার কেজি ইলিশ কলকাতায় পৌঁছায়। দুটি ট্রাকে করে ২০০ বক্স ইলিশ বুধবার বিকেলে বেনাপোল বন্দরে পৌঁছায়। পরে গতকাল বৃহস্পতিবার পেট্রাপোল দিয়ে ইলিশগুলো কলকাতায় ঢুকেছে।
প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য পড়ছে ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২০০ টাকা। আর ভারতীয় মুদ্রায় ৮৪০ রুপি। আমদানি মূল্যের ওপর ভিত্তি করেই ইলিশের খুচরা বিক্রি নির্ধারিত করা হয়।
বাংলাদেশ মোট ২ হাজার ৪০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। সব ইলিশ পশ্চিমবঙ্গে পৌঁছালে দাম আরও কমবে বলে মনে করছেন ক্রেতারা।