
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী অঞ্চলের এক চেকপোস্টে তালেবানের হামলায় ১০ জন সীমান্ত পুলিশ নিহত হয়েছে আহত হয়েছেন আরও সাতজন। আজ শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে চলে গোলাগুলি। ২০ থেকে ২৫ জন মিলে চেকপোস্টে হামলা চালায়। আফগান সীমান্ত থেকে ৭০ কিলোমিটার পূ্র্বে ওই হামলার ঘটনা ঘটে।
ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান। ২০২১ সালে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। নিরাপত্তা বাহিনীর তল্লাশিচৌকি লক্ষ্য করে বেশি হামলা চালানো হয় দেশটিতে।
পাকিস্তানে দাবি, এ ধরনের হামলা প্রতিবেশী দেশ আফগানিস্তানের জঙ্গি দলগুলো চালায়।