
সিরিয়াতে কয়েক ঘণ্টার ব্যবধানে ইসরায়েল ৬০ বার হামলা চালিয়েছে।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তারা জানিয়েছে, পাঁচ ঘণ্টার কম সময়ের ব্যবধানে ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে ৬১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে।
স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় হামলা শুরু করেছে ইসরায়েল।বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসও। আসাদের পতনের পর এখন পর্যন্ত পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। জাতিসংঘের প্রতিবাদ সত্ত্বেও তারা বাফারজোনে আগ্রাসন চালিয়েছে।
২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা করলে গাজা যুদ্ধের সূচনা হয় যা লেবাননেও ছড়িয়ে পড়ে। যার প্রভাব পড়ে আসাদের সহযোগী হিজবুল্লাহর ওপর। হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন। বছরব্যাপী লড়াইয়ের পর গত ২৭ নভেম্বর হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সেদিনই বিস্ময়করভাবে হামলা করে দ্রুত আলেপ্পো দখল করে নেয় হায়াত তাহরির আল-শাম বা এইচটিএস এর নেতৃত্বে সিরিয়ার বিরোধী গোষ্ঠী। এর ১২ দিনের মাথায় ক্ষমতা ও দেশ ছাড়েন বাশার আল-আসাদ।