শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী মহানগরীর ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল-মামুনের ইন্তেকাল পুলিশের তালিকাভুক্ত মাদকের গডফাদারকে নিয়ে রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী’র প্রচারণা রাজশাহীতে নিখোঁজের চার দিন পর শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার ঢাকায় বড় ভূমিকম্পের সতর্কবার্তা: ২১ লাখ ভবন ঝুঁকিতে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট শেখ হাসিনার রায় ঐতিহাসিক -অন্তর্বর্তী সরকার, শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড বিশেষ ট্রাইব্যুনালের রায়কে ঘিরে কড়া নিরাপত্তা: রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা রাজশাহী সিটি কর্পোরেশনের শিক্ষাবৃত্তি বিতরণ শুরু, দরিদ্র ও মেধাবীদের পাশে সিটি প্রশাসন পরিবর্তনের প্রতীক দাঁড়িপাল্লা, ভোট দিতে প্রস্তুত জনগণ : অধ্যাপক আবুল কালাম
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
২য় তম বর্ষে পদার্পণ করলো বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের চিত্র প্রদর্শনী। THE SHADES OF NUDE–2
/ ২৭০ Time View
শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৫:২৭ পূর্বাহ্ন

সমরেশ রায় ও শম্পা দাস (কলকাতা) : ২৮ শে মার্চ শুক্রবার, ঠিক বিকেল সাড়ে পাঁচটায় , কলকাতার আই সি সি আর নন্দলাল ঘোষ গ্যালারীতে, বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এর পরিচালনায় এবং শর্মিষ্ঠা রায়চৌধুরীর উদ্যোগে ও বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের বোর্ড মেম্বার সুরথ চক্রবর্তীর সহযোগিতায়, দ্বিতীয় তম বর্ষে পদার্পণ করলো, বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের চিত্র প্রদর্শনী , THE SHADES OF NUDE–2 । এই প্রদর্শনী চলবে আঠাশে মার্চ থেকে ৩০ শে মার্চ ২০২৫ পর্যন্ত। সকলের দেখার সুযোগ থাকছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি হাইকমিশন অফ বাংলাদেশ, ফার্স্ট সেক্রেটারী প্রেস TARIQUE CHOYON, IMAGE CRAFT এর প্রেসিডেন্ট শংকর দাস, পদ্মশ্রী খ্যাত চিত্রশিল্পী বিমান বিহারী দাস, হিন্দু মহাসভার স্টেট প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, সুরকার ও শিল্পী মোল্লার ঘোষ, শিল্পী সুভাষ সিংহ রায় , শোভাবাজার রাজবাড়ীর প্রবীর কৃষ্ণ দেব , প্রশান্ত দাও, দীপঙ্কর সাহা, প্রেমাংশু দত্ত রিসিং সোসাইটি, আর এন গোস্বামী আই সি সি আর, সহেলী সাহা ,প্রবীর কুমার বিশ্বাস আন্তর্জাতিক সাহিত্য সম্মান কেন্দ্রের প্রেসিডেন্ট, শোভন চক্রবর্তী জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল WRESTLING ASSOCIATION. সোমনাথ কর্মকার, সন্দীপ সাউ, কীর্তিকোনা চিনি, রত্না ভট্টাচারিয়া, রাজিব সেন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই প্রদর্শনীর শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে, এর সাথে সাথে একটি ব্রচিওর এর শুভ সূচনা করেন। যে সকল অতিথি মঞ্চে উপস্থিত ছিলেন তাদের সকলকে উত্তরীয় ব্যাচ পরিয়ে হাতে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করেন। এর সাথে সাথে যে সকল চিত্রশিল্পী তাহাদের চিত্র এই গ্যালারীতে প্রদর্শিত করেছেন, তাহাদের কেউ সম্মানিত করেন। অতিথিদের হাত ধরে।

এই প্রদর্শনীতে প্রায় ৫০ জনেরও বেশি স্বনামধন্য ও পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা তাদের চিত্র তুলে ধরেছেন। প্রায় একশোরও বেশি ছবি প্রদর্শিত হয়েছে। শুধু প্রদর্শনী নয় সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, দূরদূরান্ত থেকে বহু শিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং অনুষ্ঠানকে আলোকিত করেছেন, এই চিত্র প্রদর্শনী সচরাচর গ্যালারীতে খুব কম দেখা যায়। যাহা দুটি বছর ধরে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোক্তা শর্মিষ্ঠা রায়চৌধুরী তুলে ধরার চেষ্টা করেছেন, যাহা মেয়েদের গঠনকে চিত্রশিল্পীরা অন্যরূপে তুলে ধরার চেষ্টা করেছেন তুলি ও রঙের টানে,

সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে, উদ্যোক্তা ও অতিথিরা বলেন, আজকের এই মহৎ অনুষ্ঠানে আসতে পেরে আমরা কৃতজ্ঞ। যদি না আসতাম তাহলে এইরকম সুন্দর একটি অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনীর কথা জানতেই পারতাম না, যেভাবে এতগুলো শিল্পী কে এক করে, এই ধরনের চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন সবার সামনে ধন্যবাদ জানাবো উদ্যোক্তা শর্মিষ্ঠা রায় চৌধুরীকে, সত্যিই অকল্প নিয়ম পরিকল্পনা, যে ছবির মধ্য দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

বিশেষ অতিথি উৎসবে ডঃ চন্দ্রচুর গোস্বামী , বলেন আমি একটি ডিবেটের আয়োজন করছি, এই ধরনের ছবির উপর, আমি চাই সারা দেশটিকে প্রতিযোগী এই ডিবেটে অংশগ্রহণ করুক, তাহার সাথে সাথে ডেপুটি হাইকমিশনার অফ বাংলাদেশ প্রথম সেক্রেটারী প্রেস , তিনি বলেন আজ আমার হাজার কাজ থাকা সত্ত্বেও সমস্ত কিছু বাতিল করে উপস্থিত হয়েছি আর এসে যে ধরনের অনুষ্ঠান ও প্রদর্শনী দেখলাম, সত্যিই আমি না আসতে পারলে হয়তো অনেক কিছু অগোচরে থাকতো। যে সকল সম্মানীয় শিল্পীরা তাদের চিত্র তুলে ধরেছেন আমি তাদেরকে কুর্নিশ জানাই তাদের চিত্র দেখে।

আরেক শিল্পী সুব্রত ঘোষ, যিনি একধারে চিত্রশিল্পী আরেক ধারে সংগীত শিল্পী, তিনি প্রথমেই উদ্যোক্তা শর্মিষ্ঠা রায়চৌধুরীকে ও সুরথ চক্রবর্তীকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন।, তিনি বলেন আমি বহু প্রদর্শনী দেখেছি এবং অংশগ্রহণ করেছি, কিন্তু আমি এরকম একটি সংস্থার সাথে যুক্ত হয়ে, এবং এই প্রদর্শনীতে আমার ছবি দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আগামী দিনে এই সংস্থা আরো এগিয়ে যাক এবং বিভিন্ন দেশে এরকম প্রদর্শনী করুক, সকল চিত্রশিল্পীরা যাতে অংশগ্রহণ করতে পারে, এবং তাদের চিত্র তুলে ধরতে পারে আমি শুভ কামনা করি। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এর চিত্র প্রদর্শনী যেভাবে সারাদেশে পৌঁছানোর চেষ্টা করেছেন সকলের সহযোগিতা নিয়ে, আশা করছি আগামী দিনে আরো বড় কিছু করতে পারবেন। শর্মিষ্ঠা রায় চৌধুরীর এই ধরনের প্রচেষ্টা একদিন ভারতবর্ষের সকল শিল্পীর কাছে পৌঁছে যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category