October 8, 2025, 10:13 am
শিরোনাম:
পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামীদের সীমান্তবর্তী দুই এলাকা থেকে আটক ২ রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ ৭৫ তম বর্ষে ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলেন, সেরা প্রতিমা সম্মান ২০২৫ মহাজাতি নগর সার্বজনীন দুর্গোৎসব শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ ১০ তম বর্ষে ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলো ,সেরা প্রতিমা সম্মান ২০২৫ দুর্গাপূজার আগে কলকাতা প্রেস ক্লাবে” নবদুর্গা মাতৃরূপেন সংস্থিতা” ছবির বহুল প্রতীক্ষিত ট্রেলার প্রকাশিত পুজোয় ধামাকা অফার “হাবিবস” স্যালন বাংলাভাষীদের উপর বিজেপির সন্ত্রাস এবং বাংলার বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে ধর্মতলা স্ট্রিট হকার ইউনিয়নের পক্ষ থেকে এক বিশাল মিছিল পুঠিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা বঙ্গ গৌরব সম্মান ২০২৫ এবং মিশন বিশ্ব গুরু ভারত ও সেভ বেঙ্গল কমিউনিটি এন্ড কালচার জাতীয় সম্মেলনের আয়োজন করা হলো
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বরানগর ন – পাড়া দাদাভাই সংঘের খুঁটিপুজো ২২তম বর্ষে পদার্পণ করল
272 Time View
Sunday, June 8, 2025

কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায় : আজ ৮ ই জুন রবিবার, সকাল দশটায় , শারদ উৎসব ২০২৫, আর এই ২০২৫ শারদ উৎসবের, ২২ তম বর্ষের খুঁটি পুজোর শুভ সূচনা হলো অঞ্জন পালের উদ্যোগে, ন-পাড়া দাদাভাই সংঘে ,এক ঝাঁক তারকাদের উপস্থিতিতে।

উপস্থিত ছিলেন অধ্যাপক ও সাংসদ সৌগত রায়, বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জী, বরানগর পৌরসভার পৌর প্রধান শ্রীমতী অপর্ণা মৌলিক, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র জগতের অভিনেত্রী শতাব্দী রায়, অপরাজিতা আঢ্য, মেঘনা মিত্র , দেবরাজ চক্রবর্তী, উপস্থিত ছিলেন মধু মহারাজ, অরূপ দাস, পিয়ালী চৌধুরী, পুজো কমিটির কার্যকরী সভাপতি শ্রী বাবলু ঘোষ ,নান্টু নন্দী, অরূপ চ্যাটার্জী, পুজো কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বন্দ, নিতাই ভদ্র ,চঞ্চল সাহা সহ অন্যান্যরা।

সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবারে ২২ তম বর্ষের খুঁটি পুজোর শুভ সূচনায়, সকল অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পড়িয়ে পুষ্পস্তবক এবং একটি করে চারা গাছ দিয়ে সম্বোর্ধীত করেন।

আজ খুঁটিপুজো উপলক্ষে, ন-পাড়া দাদাভাই সংঘ, তীর্থ ভারতী প্রাইমারী স্কুল ও ফরওয়ার্ড কলোনি, জিএসএফ প্রাইমারি স্কুল, এই দুটি স্কুলকে কম্পিউটার ও ব্যাগ দিয়ে সম্মানিত করে সামাজিক দায়বদ্ধতা পালন করলেন। ন -পাড়া দাদাভাই সংঘ শুধু পুজোয় করেন না ,সারা বছর ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও সামাজিক কাজে যুক্ত থাকেন।,

তবে ন- পাড়া দাদা ভাই সংঘ বিগত কয়েক বছর দর্শকদের চমক দিয়ে আসছেন, এবং বহু পুরস্কারে ভূষিত হয়েছেন, এবছর উদ্যোক্তা বলেন, দর্শকদের আবার নতুন চমক দিতে চলেছি, আলোকসজ্জা, প্রতিমায় এবং প্যান্ডেলে, তবে দর্শকদের কথা মাথায় রেখেই একটা কথাই বলবো, যেহেতু কবির শুরু হয়েছে, আপনারা ভ্যাকসিন নিয়ে থাকলেও, একটু সতর্ক থাকবেন। আজ আমরা সমস্ত ধর্মের মানুষকে নিয়েই এই খুঁটিপুজোর শুভ সূচনা করলাম এবং সম্প্রীতির বার্তা দিলাম।

এর সাথে সাথে বরানগর অঞ্চলের দুটো ক্লাবকে আমরা আর্থিক সাহায্য করতে পেরে খুশি, যাহারা সামাজিক কাজ করে প্রতিষ্ঠিত হয়েছেন। সর্বদায় মানুষের পাশে রয়েছেন, ন-পাড়া বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং ন-পাড়া হাসিখুশি ক্লাব। দুটি ক্লাব সারা বছর সমাজ সংস্কারের কাজ করে থাকেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিথিরা জানান ,‌ ন-পাড়া দাদাভাই সংঘ ৫০ টি ক্লাবকে একত্রিত করে একটু একটু করে এগিয়ে চলেছে, শুধু পূজার মধ্য দিয়ে নয়, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক কাজে মানুষের পাশে সর্বদাই থাকার চেষ্টা করেন, পুজো মানেই ন -পাড়া দাদা ভাই সংঘ , একটা আলাদা চমক তুলে ধরে। আর পূজো কয়েকদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মেতে ওঠেন, টলিউড বলিউড এর অভিনেতা অভিনেত্রীরা ন-পাড়া দাদা ভাই সংঘে উপস্থিত হন।

ন-পাড়া দাদাভাই সংঘের উদ্যোক্তা ও মুখ্য সংগঠক‌ শ্রী অঞ্জন পাল বলেন, প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, যিনি ইউনেস্কো এনে দিয়েছেন, যাহার অনুপ্রেরণায় এবং উদ্যোগে বাঙ্গালীদের বড় উৎসব দুর্গাপূজো অনুষ্ঠিত হয়, এই দুর্গাপুজোকে কেন্দ্র করে কোটি কোটি টাকার ব্যবসা এনে দিয়েছেন, আমাদের পুজো দেখতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ,আর এবছরও আমাদের আরো নতুন চমক আসছে।। বিশ্বের বুকে আমরা সমাদৃত হয়েছি, ২০২২ এ সিলিকনের প্রতিমা আমাদেরকে জয় এনে দিয়েছে।, আমাদের প্রতিমা নেতাজী সুভাষচন্দ্র বিমানবন্দরে স্থায়ী ভাবে প্রতিষ্ঠা হচ্ছে।

আমাদের পুজোয়, বিভিন্ন সেলিব্রেটি এসেছেন ও খেলোয়াড় এসেছেন।, দেব, সোহম, প্রসেনজিৎ, সুধা চন্দন, শত্রুঘ্ন সিনহা, শুভশ্রী, জুন মালিয়া, মিমি চক্রবর্তী, বিনোদ কামলী ক্রিকেটার, রিফান পাঠান ক্রিকেটার সহ অন্যান্যরা।

এই বছর বহু টলিউড ও বলিউড অভিনেতা অভিনেত্রীরা আসবেন। আমাদের পুজো শুধু উত্তর কলকাতা ও মধ্য কলকাতায় সীমাবদ্ধ নয়, আমাদের পুজো ভারতবর্ষের বাইরে স্থান পেয়েছে ,, এমনকি ঝাড়খন্ড, বাংলাদেশ ও বিহারের পত্রিকায় আমাদের প্রতিমা ছবি সহ ছাপানো হয়েছে। আমরা তাদের কাছে গর্বিত, আমরা কৃতজ্ঞ সকল দর্শক ও পুজোপ্রেমীদের কাছে। আমরা কৃতজ্ঞ এলাকাবাসীদের কাছে, তাহাদের সহযোগিতা ছাড়া কোন কিছুই সম্ভব নয়। আসুন ধর্ম বর্ণ নির্বিশেষে, পুজোর আনন্দে মেতে উঠুন।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা পশ্চিমবঙ্গ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category